খেলাধুলা ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (০২ অক্টোবর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে রোহিত শর্মার দিল্লি ক্যাপিটালস। মুম্বাই দলে এসেছে এক পরিবর্তন, রাহুল চাহারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জয়ন্ত যাদব।
টস জিতে রোহিতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক রিশভ পন্ত। দিল্লির একাদশেও এসেছে একটি পরিবর্তন। ললিত যাদবের পরিবর্তে এ ম্যাচে খেলছেন পৃথ্বিশ।
সবশেষ তিন আসরে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল শিরোপা জিতলেও এবার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাদের। ১১ ম্যাচে এবার ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ছয় নম্বরে। এবার নকপ আউট পর্বে যাওয়াও অনেকটা কঠিন হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
মুম্বাইয়ের বিপরীত অবস্থা রিশভ পন্তের দিল্লির। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুইয়ে, ১১ ম্যাচে পয়েন্টও ১৬। এর মধ্যে মাত্র তিনটি ম্যাচে হেরেছে দলটি। এবারের আইপিএলের ভারত পর্বে শ্রেয়াস আয়ার ইনজুরির কারণে না থাকলেও পন্ত অসাধারণ দক্ষতায় দলকে নেতৃত্ব দিয়েছেন।
সবশেষ ম্যাচে ২৮ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ১২৭ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।
মুম্বাই একাদশ
রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডেয়া, কেইরন পোলার্ড, ক্রুনাল পান্ডেয়া, নাথান কোল্টার নাইল, জয়ন্ত যাদব, জাসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, স্টিভেন স্মিথ, রিশভ পন্ত, শিমরন হ্যাটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন, কাগিসো রাবাদা, আভেস খান ও এনরিচ নর্কিয়া।
