হোম খেলাধুলা এক ওভারে ৫ ছক্কা স্টোকসের, টেস্টেও সেঞ্চুরি করলেন টি-টোয়েন্টি মেজাজে

খেলাধূলা ডেস্ক :

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে এক ওভারে ৫টি ছক্কা মেরেছেন সদ্যই ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়া বেন স্টোকস, বাকি এক বলে তিনি খেলেছেন চারের মার। তাতে ওই ওভারে ৩৪ রান নেওয়ার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (০৫ মে) ওর্স্টারশায়ারের বিপক্ষে স্টোকসের ডারহাম ব্যাট করতে নেমেছিল। প্রথম দিন খেলার সুযোগ না পাওয়া স্টোকস শুক্রবার সতীর্থ স্কট বোর্থউইক আউট হয়ে গেলে মাঠে আসেন। প্রায় শুরু থেকেই আগ্রাসী ছিল তার ব্যাট। ৫০ রান ছুঁতে তিনি খেলেন ৪৭ বল। স্টোকস সেঞ্চুরিটা করেছেন মাত্র ৬৪ বলে।

স্টোকস ৫০ থেকে ১০০ রানে পৌঁছাতে খেলেন মাত্র ১৭ বল। তার ঝড়ের বড় অংশটা ছিল জশ বেকারের ওপর। ইনিংসের ১১৭তম ওভার করতে আসা তার বলে পরপর পাঁচ ছক্কা হাঁকান স্টোকস। শেষ পর্যন্ত ৮৮ বলে ১৬১ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৭টি চারের মার।

৬ উইকেটে ৫৮০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ডারহাম। স্টোকস ছাড়াও সেঞ্চুরি করেছেন শন ডিকসন ও ডেভিড বেদিংগাম। ডিকসন ১৮৪ বলে ১০৪ ও ডেভিড ১৭৫ বলে ১৩৫ রান করেন। বাকিদের মধ্যে স্কট বোর্থউইক ৮৯, কিগান পিটারসেন ৫০ ও আলেক্স লিস ২৭ রান করেন।

জবাবে এখন ৪ উইকেটে ৪৯ রান নিয়ে ব্যাট করছে ওর্স্টারশায়ার। শূন্য রানে জ্যাক লিবি ও আজহার আলি ফিরে গেছেন। পোলক করেছেন ৩২ রান, তাকে শিকারে পরিণত করেন ম্যাথু পটস। ২ রান নিয়ে ব্রেট ডি ও ৬ রান নিয়ে বার্নার্ড ব্যাট করছেন।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন