সংকল্প ডেস্ক :
যশোরে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ সেই চার নবজাতকের সবাই ভালো আছে। যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল গত ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ওই চার শিশু। আগামীকাল রোববার হাসপাতাল থেকে তারা ছাড়পত্র পাচ্ছে। ওই শিশুদের মা লাক্সমিয়া খাতুনসহ (৩০) চার নবজাতকই সুস্থ আছে। এটি বাংলাদেশে বিরল ঘটনা বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সাত বছরের দাম্পত্য জীবনে এই প্রথম মা হলেন লাক্সমিয়া খাতুন। তবে একটি বা দুটি নয়, একসঙ্গে চার সন্তান আসে তাঁর কোলজুড়ে। লাক্সমিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা গ্রামের আবুল বাসারের স্ত্রী। সুস্থ চার সন্তানের নামকরণ করা হয়েছে। চার শিশুর মধ্যে দুই ছেলের নাম সাজিন ও সৌরভ এবং দুই মেয়ের নাম আফসানা ও আফিয়া।
