হোম খেলাধুলা একনজরে বিপিএলের ৭ দলের রিটেনশন ও ডিরেক্ট সাইনিং

স্পোর্টস ডেস্ক:

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের ক্রিকেটে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি মাঠে গড়াতে এখনও প্রায় চার মাস বাকি। অতীতে নানান সমালোচনা থাকলেও এবার বেশ আগেভাগেই দল গোছাতে শুরু করেছে সব ফ্র্যাঞ্চাইজি।

এবার বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজির দল গঠনের জন্য প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর অভিজাত একটি হোটেলে ৭ ফ্র্যাঞ্চাইজির আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

প্লেয়ার ড্রাফটের আগে প্রতিটি দল সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে, পুরোনো কিছু খেলোয়াড়দের দলে ধরে রেখেছে। কোন দল কাদের ধরে রেখেছে আর কাদের সরাসরি চুক্তিতে দলে নিয়েছে, এবার সেই তালিকাও প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

চলুন দেখে নিই কে কোন দলের হয়ে খেলবেন-

দুর্দান্ত ঢাকা : বিপিএলে এবার ঢাকার নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা আগের ফ্র্যাঞ্চাইজিতে খেলা ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ (ক্যাটাগরি এ), আরাফাত সানি (ডি) ও শরিফুল ইসলামকে (বি) রিটেইন করেছে। এ ছাড়া তারা সরাসরি চুক্তিতে বি ক্যাটাগরিতে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিয়েছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : গত আসরের ব্যর্থতার পরও চট্টগ্রাম দল ধরে রেখেছে শুভাগত হোম (ডি), জিয়াউর রহমান (ডি) ও নিহাদউজ্জামানকে (ডি)। বিদেশিদের মধ্যে রিটেইন করেছে মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ হাসনাইনকে। আর সরাসরি চুক্তিতে ডি ক্যাটাগরি থেকে নিয়েছে শুধু শহিদুল ইসলামকে।

ফরচুন বরিশাল : রিটেইন করেছে মাহমুদউল্লাহ রিয়াদ (এ), মেহেদী হাসান মিরাজ (এ), সৈয়দ খালেদ আহমেদ ও ইবরাহিম জাদরানকে। আর সরাসরি চুক্তিতে এ ক্যাটাগরির তামিম ইকবাল ছাড়াও নাম লিখিয়েছেন শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির ও আব্বাস আফ্রিদি।

খুলনা টাইগার্স : খুলনা টাইগার্স এবার নাসুম আহমেদ (বি), নাহিদুল ইসলাম (সি) ও মাহমুদুল হাসান জয়কে (সি) রিটেইন করেছে। এ ছাড়া বি ক্যাটাগরিতে থাকা এনামুল হক বিজয়ের সঙ্গে বিদেশি এভিন লুইস, ফাহিম আশরাফ ও ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে সরাসরি চুক্তি করেছে।

সিলেট স্ট্রাইকার্স : গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে এবারও থাকবেন মাশরাফি বিন মুর্তজা (এ)। তার সঙ্গে তরুণ জাকির হাসান (সি), নাজমুল হোসেন শান্ত (এ) ও তানজিম হাসান সাকিবকে (সি) দলে ধরে রেখেছে।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (বি), শেখ মেহেদী হাসান (বি), হাসান মাহমুদ (বি), আজমতউল্লাহ ওমরজাই ও নিকোলাস পুরানকে রিটেইন করেছে এবং নতুন করে নিয়েছে সাকিব আল হাসান (এ), বাবর আজম, ইহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ব্রেন্ডন কিংকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ও সফলতম দল কুমিল্লা তাদের ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে। দেশিদের মধ্যে লিটন দাস (এ), মুস্তাফিজুর রহমান (এ) ও তানভীর ইসলাম (বি)। আর বিদেশিদের মধ্যে ধরে রেখেছে মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারাইনকে। এ ছাড়া এবার বি ক্যাটাগরির তাওহিদ হৃদয় ছাড়াও মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ ও রশিদ খানের সাথে সরাসরি চুক্তি করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন