রাজনীতি ডেস্ক:
নির্বাচন ঠেকানোর অংশ হিসেবে আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
দলটির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
সোমবার (২০ নভেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এ অবরোধ কর্মসূচি পালনে বরার প্রতি আহ্বান জানিয়েছেন।
২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।
এরপর সবশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।