স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বাজবলের বিপরীতে জাসপ্রিত বুমরাহর আগুন, ৫৫.৫ ওভারেই গুটিয়ে যায় বেন স্টোকসদের ইনিংস। ফলে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত দিনটা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ২৮ রান তুলে। যশ্বসী জয়সওয়াল ১৫ ও রোহিত শর্মা ১৩ রান নিয়ে অপরাজিত। মাঝের সময়টায় প্রথম ইনিংসে ২৫৩ রান করে অলআউট হয়েছে ইংল্যান্ড।
ইনিংসের শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ১০ ওভারের মধ্যেই অর্ধশত রান করে ফেলে জ্যাক ক্রলি ও বেন ডাকেট জুটি। বাজবল স্টাইলে খেলে ২১ রান করে আউট হন ডাকেট। ক্রলিও ছিলেন মারকুটে ভঙ্গিতে। ৭৮ বলে ৭৬ রান করে অক্ষর প্যাটেলের বলে শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়েন তিনি।
জো রুট বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। বুমরাহর বলে ব্যক্তিগত ৫ রানে আউট হন তিনি। তখন ইংল্যান্ডের দলীয় রান ১২৩। স্কোরবোর্ডে আর ১৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন অলি পোপ। ৫৫ বলে ২৩ রান করেন তিনি। জনি বেয়ারস্টো করেন ২৫ রান। বেন ফোকস ও রেহান আহমেদ কেউই ইনিংসে বড় অবদান রাখতে পারেনি। দুজনই তুলেন ৬ রান করে। স্টোকস আউট হন হাফসেঞ্চুরির ৩ রান আগে।
বাকিদের মধ্যে টম হার্টলে ২১, শোয়েব বশির ৮ ও জেমস অ্যান্ডারস ৬ রান করেন। ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট নেন বুমরাহ। এর মাধ্যমে টেস্টে ১৫২ উইকেট হলো তার, ম্যাচসংখ্যা ৩৪। ভারতীয় পেসারদের মধ্যে তিনিই দ্রুততম দেড়শর মালিক হলেন। কুলদীপ যাদব নেন ৩ উইকেট।
এদিকে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত প্রথম ইনিংসে করে ৩৯৬ রান। আগের দিন ১৭৯ রানে অপরাজিত থাকা জয়সওয়াল তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। অ্যান্ডারসনের বলে ২০৯ রানে থামে তার ইনিংস। বাকিদের মধ্যে শুভমান গিল ৩৪, রজত পতিদার ৩২, শ্রেয়াস আইয়ার ২৭, অক্ষর ২৭ ও রবিচন্দ্রন অশ্বিন ২০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন অ্যান্ডারসন, বশির ও রেহান।