হোম খুলনানড়াইল একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ এবং বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি :

একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ এবং বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে সাতক্ষীরায় রাষ্ট্রপ্রতি বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা এ কে এম রেজাউল করিম, সেক্রেটারী প্রভাষক কাজী ওয়েজ কুরনী, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মো: আছাদুল্লাহ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দীনসহ জেলার নেতৃবৃন্দরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের মানুষ শান্তিপূর্ন সুষ্ঠ এবং সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামীলীগ সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে বিতর্কিত একটি শিক্ষা কারিকুলাম প্রবর্তন করা হয়েছে। ওই বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। দেশের মানুষের দাবি মেনে ৭ জানুয়ারি এক তরফা নির্বাচন বন্ধ করে সকল দলের রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন