স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও খেলছেন এই টাইগার অলরাউন্ডার। সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রে তেমনি একটি লিগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব।
সেই অনুষ্ঠানে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাকিব। একবার তামিমকে বেস্ট ফ্রেন্ড বলেও সম্বোধন করেছেন। তবে এই বয়সে এসে সাকিব উপলব্ধি করেছেন যে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই।
জাতীয় দলের সতীর্থদের নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি আর তামিম মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’
‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছুই নেই উল্লেখ করে সাকিব আরও বলেন, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’