আজমল হোসেন জুয়েল, তালা :
বর্তমান করোনা ভাইরাসের আক্রমণে থমকে গেছে পুরো বিশ্ব। সারাদেশে অঘোষিত লকডানকে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। এমন অবস্থায় সাতক্ষীরায় করোনা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আত্ম-মানবতার সেবায় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব। প্রতিদিনই কোন না কোন মানবিক কাজ করে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা ছাত্রদলের এই নেতা।
করোনা ভাইরাস মোকাবেলায় ছাত্রনেতা সজিব জনসচেতনতা মূলক প্রচারের পাশাপাশি কখনো সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুরের পাশে দাঁড়াচ্ছেন নিজ সামর্থ্য অনুযায়ী। আবার কখনও নিজের কাঁধে করে জীবাণুনাশক স্প্রে করছেন রাস্তাঘাট, পাড়া মহল্লা, বাড়িঘর, দোকানপাট, মসজিদে। সচেতনতার জন্য মানুষের মাঝে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ইত্যাদি বিতরণ করছেন।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে গোল বিত্ত একে ও রাস্তায় ‘স্টে এট হোম’ লিখে সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিজ এবং প্রতিবেশীদের নিরাপত্তার স্বার্থে নিরাপদে বাড়িতে থাকার আহবান জানাচ্ছেন।
মানবতার সেবায় জনকল্যাণমুখী কাজ করে যাওয়া ছাত্রনেতা শেখ শরিফুজ্জামান সজিব জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত মানুষ। জনগণ কখনো এ রকম পরিস্থিতি আগে কখনো দেখিনি, অভিজ্ঞতাও নেই। আতঙ্ক দিনদিন বাড়ছে। যে যেভাবে পারছে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছেন।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা ছাত্রদলের তত্বাবধায়নে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে। দেশের প্রয়োজনে নাগরিকদের পাশে থাকা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব বলে মনে করেন তিনি।