স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ান অনেক আগেই সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে একদিনের ক্রিকেটে এখনো পাকিস্তানের ভরসার প্রতীক হয়ে ওঠা হয়নি রিজওয়ানের। তবে কিছুদিন থেকেই এই উইকেটকিপার ব্যাটারের ব্যাটে বসন্ত নেমে এসেছে। বিশ্বকাপেও দারুণ ফর্মে তিনি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ ব্যাটিং করেছেন। লঙ্কানদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে আব্দুল্লাহ শফিকের সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন রিজওয়ানও।
বিশ্বকাপে উড়ছেন রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার নেদারল্যান্ডসের বিপক্ষে অর্ধশতক করার পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এটি বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি। আর সে সেঞ্চুরি এসেছে এমন এক ম্যাচে যখন পাকিস্তানিদের রীতিমতো ধুঁকছে। শ্রীলঙ্কার দেওয়া ৩৪৪ রানের লক্ষ্য তাড়া করে জিতিয়েছেন দলকে। যা বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এমন সেঞ্চুরিও তাই রিজওয়ানের কাছে ‘ভেরি ভেরি স্পেশাল’। বিশেষ এই সেঞ্চুরি রিজওয়ানও তাই বিশেষ মানুষদের জন্য উৎসর্গ করেছেন। জানিয়েছেন, এই সেঞ্চুরি ফিলিস্তিনের গাজা সিটির মানুষদের জন্য।
জায়নবাদি আগ্রাসনের শিকার ফিলিস্তিনে গত শনিবার (৭ অক্টোবর) সংগ্রাম শুরু করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আকাশ ও স্থলপথে ইসরায়েলিদের ওপর আক্রমণ শুরু করে তারা। তাতে কয়েকশ মানুষ নিহতও হয়েছেন। এই ঘটনার পর পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তারা গাজায় বিদ্যুৎ, পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে অবরুদ্ধ করেছে গাজাবাসীকে। যে কারণে ৪১ বর্গকিলোমিটার আয়তনে শহরটির ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। বুধবার (১১ অক্টোবর) রিজওয়ান তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’
শ্রীলঙ্কার দেওয়া বিশাল লক্ষ তাড়া করতে নেমে গতকাল দ্রুতই দুই উইকেট হারায় পাকিস্তান। এরপর আব্দুল্লাহ শফিক ও রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরিতে অসাধারণ জয় পায় পাকিস্তান। শফিক আউট হয়ে গেলেও রিজওয়ান ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। ম্যাচের এক পর্যায়ে শরীরও আর সায় দিচ্ছিল না রিজওয়ানকে। তবু দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। সব বাঁধা পেছনে ফেলে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। দলের ৬ উইকেটের জয়ে ১২১ বলে ১৩১ রানের ইনিংস খেলেছেন। ইনিংসটিতে ছিল ৮ চার ও ৩ ছক্কা। স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান।
জয়ের পর এক্সে রিজওয়ান আরও লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই এই জয়ের কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে আব্দুল্লাহ শফিক ও হাসান আলিকে ধন্যবাদ ম্যাচটি সহজ করে দেওয়ায়। হায়দরাবাদের মানুষের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, তারা যেভাবে আমাদের সমর্থন দিয়েছেন, সে জন্য।’