হোম আন্তর্জাতিক ঋণ জালিয়াতি মামলা: তিন সন্তানসহ ট্রাম্পকে আদালতে তলব

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যাংক ঋণ জালিয়াতি ও আয়কর ফাঁকির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে সাক্ষ্য দিতে হাজিরার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৭ অক্টোবর) শুনানি শেষে নিউইয়র্কের আদালত এ রায় দেন।

একাধিক মামলার চাপ আর আদালতের হাজিরা নিয়ে বেশ বিপর্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতে থেকে কিছুতেই রেহাই মিলছে না সাবেক মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি তার সন্তানদের।

নিজ ব্যবসা সংক্রান্ত এক জালিয়াতির মামলায় চার সপ্তাহেরও বেশি সাক্ষ্যগ্রহণ শেষে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ও তার প্রাপ্তবয়স্ক তিন সন্তানকে শিগগিরই সাক্ষ্য দেয়ার জন্য তলব করেছেন আদালত।

বরাবরের মত ট্রাম্পের আইনজীবী রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিচারক তা খারিজ করে দেন। ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক জালিয়াতির মামলার সময় বাবার সঙ্গে প্রাথমিকভাবে ইভাঙ্কা ট্রাম্পের নাম থাকলেও পরে এক আপিলে ইভাঙ্কার নাম বাদ দেয়া হয়। তারপরও ইভাঙ্কাকে কেন সাক্ষ্য দিতে হবে মর্মে চ্যালেঞ্জ করা হলে আদালত তাও খারিজ করে দেন।

আগামী সপ্তাহ থেকেই ট্রাম্পের সন্তানদের এবং তার পরের সপ্তাহে ট্রাম্পের সাক্ষ্য শুরুর কথা জানানো হয়।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ১ নভেম্বর, এরিক ট্রাম্প ২ নভেম্বর এবং ইভাঙ্কা ট্রাম্প ৩ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল তদন্ত শেষে ট্রাম্পের কোম্পানি ঋণ পাওয়ার ক্ষেত্রে সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখানো আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়কর ছাড় পাওয়া, ব্যবসায়িক রেকর্ড, বীমা জালিয়াতি এবং ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি অভিযোগে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন