আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর কোরিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) এ বিষয়ে রুদ্ধদার বৈঠকে বসতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা। তবে রাশিয়ার ওপর বৈঠকের সময় নির্ধারণ নির্ভর করছে বলে মনে করেন তারা। এদিকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও।
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রীতিমত উদ্বেগের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর মধ্যে। পিয়ংইয়ংকে দমাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছে দেশটি।
তবে কূটনীতিকরা জানান, চলতি মাসে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ওপর দায়িত্ব পড়ায় বৈঠকের সময় নির্ধারণের বিষয়টি মস্কোর ওপর নির্ভর করছে।
এর আগে নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রস্তাব ‘স্থগিত’ করে রাশিয়া। সেই সঙ্গে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের আনা অভিযোগ খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন বলে দাবি করেছিল মস্কো।
রোববার (৩০ জানুয়ারি) উত্তর কোরিয়ার হোয়াসং-টুয়েলভ ক্ষেপাণাস্ত্রটি পরীক্ষা করে। এটি ২০১৭ সালের পর দীর্ঘ দূরত্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল। এটি যুক্তরাষ্ট্রের গুয়ামেও আঘাত হানতে সক্ষম বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এ নিয়ে গেল জানুয়ারিতেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।