খেলাধূলা ডেস্ক:
টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং অ্যাশেজের প্রথম টেস্ট জিতে উড়তে থাকা অস্ট্রেলিয়া লর্ডস টেস্টেও দারুণ শুরু পায়। ক্রিকেটের তীর্থভূমিতে প্রথম দিনশেষে প্রায় সাড়ে তিনশ’ রান করেছিল টেস্টের চ্যাম্পিয়নরা। উইকেটে তখনও ছিলেন স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারির মতো ব্যাটার। তবে ভালো শুরুটা দ্বিতীয় দিনে আর কাজে লাগাতে পারেনি অজিরা। প্রথম সেশনেই অলআউট হয়েছে সফরকারীরা।
আগের দিনের ৩৩৯ রান নিয়ে বৃহস্পতিবার (২৯ জুন) দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে এদিন আর শুরুটা ভালো হয়নি অজিদের। আগের দিনের রানের সঙ্গে ১২ রান যোগ করতেই অ্যালেক্স ক্যারিকে হারায় সফরকারীরা। অজি কিপারকে ফিরিয়ে শুভসূচনা করেন স্টুয়ার্ট ব্রড।
আগের টেস্টে একটিও উইকেট না পাওয়া অ্যান্ডারসন এবার সাফল্যের দেখা পেলেন। মিচেল স্টার্ককে ফেরালেন বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে। তবে একদিকে উইকেট হারালেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন স্মিথ। আগের দিনের করা ৮৫ রানকে রূপ দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। জশ টংয়ের বলে ফেরার আগে ১৫ চারে ১১০ রান করেন স্মিথ।
দ্রুত সময়ের ব্যবধানে নাথান লায়ন এবং জশ হ্যাজেলউডকে ফিরিয়ে ইংলিশদের ইনিংসের ইতি টানেন অলি রবিনসন। প্রথম ইনিংসে ইংলিশদের হয়ে যৌথ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। ক্যারিয়ারের প্রথম অ্যাশেজ টেস্ট খেলতে নামা জশ টংও নিয়েছেন তিনটি উইকেট।
এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশরা। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা দারুণ শুরু এনে দেয়ার পর মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড সেটাকে এগিয়ে নিয়ে যান। দীর্ঘদিন পর টেস্টে ফিফটির দেখা পেয়েছেন ওয়ার্নার। লাবুশেন অর্ধশতক মিস করেছেন ৩ রানের জন্য। আর ট্রাভিস হেড ফিরেছেন ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর।