হোম আন্তর্জাতিক উলফার সঙ্গে ভারত ও আসাম সরকারের শান্তিচুক্তি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসামের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফার) সঙ্গে শান্তিচুক্তি করেছে আসাম ও ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানী নয়াদিল্লিতে ত্রিপক্ষীয় চুক্তিটি সই হয়।

এনডিটিভির প্রতিবেদন মতে, এই চুক্তিতে আসামে অবৈধ অভিবাসন, আদিবাসী সম্প্রদায়ের ভূমির অধিকার ও আসামের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্যাকেজের মতো বিষয়গুলো থাকছে।

নয়াদিল্লীতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চুক্তিতে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে উলফার সব নায্য দাবিদাওয়াগুলো পূরণ করা হবে। বিপরীতে সংগঠন হিসেবে উলফা ভেঙে দেয়া হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ওপর উলফার নেতারা যে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র সেই বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করবে।

এ সময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার সব কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেও উল্লেখ করেন অমিত শাহ।

আসাম সরকারের পক্ষ থেকে এই ত্রিপক্ষীয় চুক্তিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন,
উলফার সঙ্গে এই শান্তি চুক্তির ফলে আসামে বিদ্রোহীদের তৎপরতা শূণ্যের কোঠায় নেমে আসবে।

তবে উলফার একটি অংশের নেতা পরেশ বড়ুয়া শান্তি চুক্তির বিরোধিতা করেছেন।

এর আগে উত্তর-পূর্বাঞ্চলের আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মোদি সরকারের শান্তিচুক্তি হয়েছে। এসব চুক্তির মধ্যদিয়ে তারা অস্ত্র সমর্পণ করেছে। চলতি বছরের নভেম্বরে মণিপুরের সশস্ত্র সংগঠন ইউএনএলএফ-এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।

১৯৭৯ সালের ৭ এপ্রিল আসামের শিবসাগরে উলফা গঠন করা হয়। রাজ্যের আদিবাসীদের নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে উলফা তাদের যাত্রা শুরু করে। ১৯৮০ সালের শেষ দিক থেকে উলফা ভারতের সরকারি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন