আন্তর্জাতিক ডেস্ক:
যুগান্তকারী এক পদক্ষেপ নিলো অ্যাপ-ভিত্তিক রাইড শেয়ারিং সেবা নেটওয়ার্ক উবার। জানা গেছে, তুরস্কের মনোরম ক্যাপাডোসিয়া অঞ্চলে হট এয়ার বেলুন সার্ভিস চালু করেছে সংস্থাটি।
পর্যটন খাত এবং নিজেদের ব্যবসায়িক সম্ভাবনা উভয়কেই আরও উন্নত করার লক্ষ্যে কৌশলগত এই পদক্ষেপ নিয়েছে উবার। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপ প্রচলিত রাইড-শেয়ারিং সেবার বাইরেও উবারের সম্প্রসারণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করা হচ্ছে।
ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, উবার অ্যাপের রিজার্ভ সেকশন ব্যবহার করে আগ্রহী পর্যটকরা ১৫৯ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৭ হাজার টাকা) ৯০ মিনিট বা দেড় ঘণ্টার জন্য এয়ার বেলুন ফ্লাইটে তাদের সিট বুক করতে পারবেন।
১০ম শতাব্দীর প্রাচীন গুহার শহর এবং ঐতিহাসিক গির্জার জন্য বিখ্যাত ক্যাপাডোসিয়া, দীর্ঘদিন ধরে তুরস্কের পর্যটন শিল্পের একটি বিশেষ আকর্ষণ। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ২০২৩ সালের মধ্যে ক্যাপাডোসিয়ায় আগত পর্যটকের সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। উবারে হট এয়ার বেলুন পরিষেবাও তারই অংশ।
এদিকে ফোর্বস জানিয়েছে, নতুন এই সেবার উদ্বোধন উপলক্ষে প্রথম ১০০ জন ব্যবহারকারীকে বিনামূল্যে এয়ার বেলুন রাইড দেবে উবার। সবাইকে, বিশেষ করে পর্যটকদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
যদিও এই সেবা নিতে হলে উবার অ্যাপের ডেডিকেটেড রিজার্ভ সেকশনের মাধ্যমে কমপক্ষে ১২ ঘণ্টা আগে সিট বুক করতে হবে।