জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা কলারছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট।
মোট ২৮ হাজার ৫৫৬ ভোটের বিপুল ব্যবধানে বিজয়ী হলেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের উপনির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ১০ হাজার ১১২ জন।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সাত্তার ভূঞা বার্ধক্য জনিত কারণে মারা যাওয়ায় গত ৪ঠা অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।