তপন চক্রবর্তী, তালা :
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সংবাদ প্রকাশের পরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে।
শনিবার (২৫ জুলাই) তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. রাজিব সরদার এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ডা. শাহারিয়ার আল মেহেদীকে প্রধান করে ডা. আব্দুর রাজ্জাক ও অফিস সহকারী সাধনা রানীকে সদস্য করা হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, সাতক্ষীরা সিভিল সার্জন স্যারের নির্দেশে তিন সদস্যে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে রিপোট প্রদানের জন্য কমিটিকে বলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট