নিজস্ব প্রতিনিধি :
মুজিব শতবর্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে Green Environment Movements Satkhira District এর উদ্যোগ ৩৫০ টি বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণের জন্য গাছের মধ্যে ছিল হিমসাগর ও আম্রপালি আমের ৫০টি চারা, ১০০টি মেহগনি, ১০০টি অর্জুন, ৫০টি বয়রা ও ৫০টি জারুল ফুল গাছ। এ সময় উপস্থিত ছিলেন Green Environment Movements Satkhira District এর সভাপতি সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন, জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রুহুল কুদ্দুস, মিলন মাস্টার প্রমুখ।