হোম অন্যান্যসারাদেশ উপকূলীয়বাসীর ভাগ্য নির্ধারণ এখন জোয়ার ভাটা

উপকূলীয়বাসীর ভাগ্য নির্ধারণ এখন জোয়ার ভাটা

কর্তৃক
০ মন্তব্য 111 ভিউজ

জামাল উদ্দীন :

মহা ঘূর্নিঝড় আম্ফানে ক্ষত বিক্ষত উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ ১১দিন পার করছে নির্ঘুম রাত।খোলপেটুয়া,মালঞ্চ, কপোতাক্ষ নদের বন্যা নিয়োন্ত্রন বাঁধের ২৩ পয়েন্ট ভেঙ্গে আশাশুনি ও শ্যামনগর উপজেলার ৮ ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম মানবতার জীবন যাপন করছে।কাকডাকা ভোরে জানমাল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাঁধ নির্মাণ করলেও তা জোয়ারে ভেঙ্গে যাচ্ছে।বিস্তীর্ণ জনপদ লোনা জলরাশিতে একাকার।বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট।এক কথায় জোয়ার ভাটা উপকূলীয় মানুষের ভাগ্য নির্ধারণ করছে।আজ ৩১ মে সকালে বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীর উপকূলীয় অঞ্চালের ১১ টি পয়েন্টে বেঁড়িবাঁধ নির্মান কাজের শুভসুচনা করেন হাজরাখালী বাঁধে।সেনাবাহিনী বাঁধনির্মাণের কাছ শুরু করায় নতুন একটা শান্ত ভোরের সূর্য দেখবে বলে মনে করছেন ভুক্তভুগীরা। এ দিকে আগামী পূর্নিমার আগে সাতক্ষীরার বেঁড়িবাঁধ সংস্কার না হলে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে উপকূলীয় অঞ্চালের মানুষদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন