নিজস্ব প্রতিনিধি :
উপকুলীয় জলবায়ু যোদ্ধাদের শারীরিকভাবে লাঞ্চনার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর কবিরের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক সংগঠন জোটের আয়োজনে রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, উপকূলে স্থায়ী টেকসই বেঁড়িবাঁধ নির্মানের দাবিতে কাফনের কাপড় পরে গত শুক্রবার অবস্থান কর্মসুচি পালন করেন শাহিন বিল্লাহ ও ইয়াছিন আরাফাতসহ জলবায়ু যোদ্ধারা।
পর দিন শনিবার এই দুই জলবায়ু সেচ্ছাসেবীকে শারীরিকভাবে লাঞ্চিত করেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান ও পাউবোর সেকশন অফিসার আলমগীর হোসেন।
বক্তারা এসময় আগামী ২৪ ঘন্টার মধ্য এই জনপ্রতিনিধি ও পাউবো কর্মকর্তাকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। তা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন।
আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য গাজী আসাদের সভাপতিত্বে ও ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মইনুল আমিন মিঠুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অনলাইন পত্রিকা ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, অনলাইন পত্রিকা দ্যা এডিটর এর ডেপুটি এডিটর হারুনার রশিদ, সাংবাদিক আকরামুল ইসলাম, সাতক্ষীরা স্টুডেন্ট’স সোসাইটির শাকিল হোসেন, ভিডিবি সাতক্ষীরার হোসেন আলী, আমরা বন্ধুর সদস্য ফাহাদ হোসেন ও সাকিব হোসেন প্রমুখ।