রাজনীতি ডেস্ক:
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দিতে আন্তর্জাতিক শক্তির ছত্রছায়ায় বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর উত্তরার আমীর কমপ্লেক্স প্রাঙ্গণে মহানগর উত্তর ১৪ দলের উদ্যোগে শান্তি সমাবেশ আয়োজন করা হয়।
বিকেলে স্লোগানে স্লোগানে মুখর হয় সমাবেশ এলাকা। একে একে মহানগর উত্তরের ১৪ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলামও। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেয়ার জন্য; গণতন্ত্রের পথ বন্ধ করার জন্য আবার ষড়যন্ত্র করছে বিএনপি। স্বাধীনতাবিরোধী আন্তর্জাতিক শক্তির ছত্রছায়ায় ষড়যন্ত্র করছে তারা।
যারা কর্মসূচির নামে সন্ত্রাসের পথে হাঁটছে তাদেরকে প্রতিহত করা হবে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে বিএনপি। বিদেশে তারা লবিস্ট নিয়োগ করছে। তারা নির্বাচন বানচাল করতে চায়।
বিএনপিকে আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, নির্বাচনে আসেন। সময় অনুযায়ী নির্বাচন হবে। কে আসবে কে আসবে না তা দেখা হবে না। তবে আবারও সন্ত্রাসের পথে হাঁটলে; আগুন নিয়ে খেললে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আদালতের নির্দেশনা না মেনে তারেক রহমান বক্তব্য প্রচার করছে। বাংলাদেশের রাজনীতি থেকে অপশক্তি বিতাড়িত করতে হবে।
নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। জনগণ তাদের (বিএনপি) সঙ্গে নেই। তাদের কোনো নেতা নেই। কুলাঙ্গার তারেক রহমান প্রধানমন্ত্রী হবে দেশের মানুষ চিন্তাই করে না। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।