রাজনীতি ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার যদি এত উন্নয়ন করে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তারা এত ভয় পায় কেন?
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, তত্ত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও (আওয়ামী লীগ) দাবি ছিল। তাহলে এ দাবি বাস্তবায়নে এখন আপনাদের এত গড়িমসি কেন?
তিনি বলেন, বর্তমানে দেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতীক হাতপাখা তৃতীয় অবস্থানে আছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে।
নেতাকর্মীদের উদ্দেশে চরমোনাই পীর আরও বলেন, টাঙ্গাইল একটি বড় জেলা। এখানে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। তাই, টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে কর্মীদের একযোগে কাজ করতে হবে।
সম্মেলনে মাওলানা লোকমান হোসেন জাফরী, অধ্যাপক রেজাউল করিম, আকরাম আলী, আব্দুল কাদের, আখিনুর মিয়া, আনিছুর রহমান সিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।