খেলাধুলা ডেস্ক :
টানা বাজে পারফরম্যান্সের জেরে টালমাটাল বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। বিশ্বকাপের শুরু থেকেই বাজে সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) উইকেটে বদল আনার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
বিশ্বকাপের আগে থেকেই মন্থর উইকেটে খেলে আসছে বাংলাদেশ। মন্থর পিচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দুটি দলকেও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। অথচ বিশ্বকাপে খেলতে গিয়ে প্রতিরোধই গড়ে তুলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
এমন উইকেটের কারণেই বাংলাদেশ বাজে পারফরম্যান্স করছে বলে মনে করেন শোয়েব। এ সম্পর্কে টুইটারে শেয়ার করা এক ভিডিওতে শোয়েব বলেন, এই উইকেটে খেলে কোনো লাভ নেই। যদি বাউন্সি উইকেটে বাংলাদেশ না খেলে, তাহলে ব্যাটিং, বোলিং কোনোটিরই উন্নতি হবে না। কেবল স্পিন দিয়ে আর কতদিন জিতবে বাংলাদেশ?
কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। এ বিষয়টি ভীষণ কষ্ট দিচ্ছে শোয়েবকে। এ সম্পর্কে তিনি বলেন, বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। এটা আমার ভালো লাগেনি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩–০–তে হেরেছে, এতে আমি কষ্ট পেয়েছি। আমি বাংলাদেশের ক্রিকেটকে নিচের দিকেই নামতে দেখছি। এটা খুব ভালো কিছু নয়।
এর আগে বাংলাদেশের উইকেটের সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচে রান করতে বেগ পেতে হয়েছে দুই দলকেই। এমন পিচের সমালোচনায় আফ্রিদি বলেন, বাংলাদেশের এবার একটু গভীরভাবে ভাবা উচিত। তারা কি এমন উইকেট ব্যবহার করে জয় পেয়ে প্রতিপক্ষের মাঠে আর বিশ্বকাপে গড়পড়তা পারফরম্যান্স করেই সন্তুষ্ট থাকতে চায়? ওদের অনেক প্রতিভা আছে এবং খেলাটার প্রতি আবেগ আছে। কিন্তু খেলায় উন্নতি করতে চাইলে খুব দ্রুত ওদের ভালো উইকেট বানানো দরকার।
আফ্রিদি টুইটে নিজ দলকেও সিরিজ জেতার জন্য অভিনন্দন জানান। তিনি লেখেন, অভিনন্দন পাকিস্তান! শেষ দিকে অবশ্য একটু বেশিই কাছাকাছি চলে গিয়েছিল। দলকে টানা জিততে দেখে ভালো লাগছে। জয়ের ছন্দ ধরে রাখা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।