হোম জাতীয় উদ্যোক্তার চেয়ে দালালরা বেশি লাভবান: সুমন

উদ্যোক্তার চেয়ে দালালরা বেশি লাভবান: সুমন

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

জাতীয় ডেস্ক:

দেশে উদ্যোক্তার চেয়ে দালাল শ্রেণির লোকজন বেশি লাভবান হয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাই এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানতে চান ব্যারিস্টার সুমন।

তিনি বলেন, ‘আমরা এমন এক দেশে বাস করি, যেখানে উদ্যোক্তার চেয়ে দালাল শ্রেণির লোকজন বেশি লাভবান হয়। এটার উদাহরণ চা শিল্প। চা শিল্পের ৫ লাখ মানুষ প্রধানমন্ত্রীকে মা হিসেবে জানেন। আমরা সংসদে বসে যে চা পান করি, সে চা উৎপাদন খরচ হচ্ছে এক কেজিতে ২০০ টাকা। বাধ্য চা বাগান মালিকরা বিক্রি করেন প্রতি কেজি ১০০ টাকায়। এতে ১০০ টাকা লস হয়। এ পর্যায়ে মালিকরা লসে পড়লে শ্রমিকদের অবস্থা খারাপ হয়ে যায়।’

সুমন আরও বলেন, ‘সিন্ডিকেট বা ব্রোকার যারা রয়েছেন, তারা এই চা ভোক্তার কাছে বিক্রি করেন ৪০০ টাকা। এরা লাভবান হন ২০০ টাকা। প্রধানমন্ত্রী গত বছর শ্রমিকদের আন্দোলনে ১২০ টাকার জায়গায় ১৭০ টাকা মজুরি ঠিক করে দিয়েছেন। ১৫ বছর ধরে ব্রোকাররা চা বিক্রি করে লাভবান হচ্ছেন। অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে চা শ্রমিকরা। এভাবে চলতে থাকলে চা শিল্প আর থাকবে না। এ অবস্থায় ব্রোকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না। আর যদি না নেন চা শ্রমিকদের অন্য পেশায় পাঠাতে হবে।’

এমন প্রশ্নের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, ‘যেহেতু আমি প্রক্সি দিচ্ছি। আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এলে তাকে সঠিকভাবে ব্যবস্থা নিতে অনুরোধ করবো।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন