হোম আন্তর্জাতিক উদ্বোধনের অপেক্ষায় ভারতের দেশীয় প্রযুক্তির প্রথম রণতরি

আন্তর্জাতিক ডেস্ক :

উদ্বোধনের অপেক্ষায় ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত। আগামী ২ সেপ্টেম্বর অত্যাধুনিক এ যুদ্ধজাহাজের উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

ভারতের নিজস্ব প্রযুক্তির এই রণতরি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৫ হাজার টন স্টিল, যা দিয়ে তৈরি করা যাবে চারটি আইফেল টাওয়ার। ২৬২ মিটার দৈর্ঘের এ রণতরি দেড় হাজার সেনাসদস্য ও ৩০টির বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম। পাড়ি দিতে পারবে টানা ২ হাজার ৪০০ কিলোমিটারের পথ।

প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। সমুদ্রে নিজেদের শক্তি বাড়াতে দেশটির নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। ৪৫ হাজার টন ওজনের এ রণতরি সামরিক বাহিনীর দেড় হাজার সদস্য ও ৩০টি যুদ্ধবিমান বহনে সক্ষম।

ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এম এ হামপিহলি বলেন, যুদ্ধজাহাজটি উদ্বোধনের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর নতুন একটি মাইলফলক উন্মোচন হবে।

নৌবাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, নিজেদের প্রযুক্তি ও নকশায় যুদ্ধজাহাজটি তৈরি করা হয়েছে। যেকোনো সংকট মোকাবিলার পাশাপাশি মানবিক সহযোগিতার ক্ষেত্রে এই জাহাজ ব্যবহার করা যাবে। এর মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশকে আরও সুরক্ষিত করা যাবে।

আইএনএস বিক্রান্ত জাহাজটিতে রয়েছে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এ ছাড়া ইসরাইলের তৈরি আরও বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। জাহাজে অবস্থান করা সেনাসদস্যদের চিকিৎসায় রয়েছে অত্যাধুনিক হাসপাতাল ও চিকিৎসা সরাঞ্জাম। সঙ্গে রয়েছে খাবার তৈরির আধুনিক সব ব্যবস্থাও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন