হোম রাজনীতি উত্তাল নয়াপল্টন: রক্তপাতের বদলা হবে: রিজভী

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সরকারের আক্রোশের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২ আগস্ট) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, যারা গণতন্ত্রের পক্ষে, তারা আজ বন্দি। শেখ হাসিনার একটাই ভয় তারেক জিয়া কখন ছুটে আসে। আমাদের ওপর ২৯ জুলাই যে হামলা চালানো হয়েছে, রক্তপাত হয়েছে তার বদলা নেয়া হবে।

আওয়ামী লীগের দুর্নীতির কথা উল্লেখ তিনি বলেন, শেখ হাসিনা বিএনপির টাকার উৎস বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তো অডিট করে সব হিসাব নির্বাচন কমিশনকে দিয়েছি। আমাদেরও প্রশ্ন আপনারা এত টাকা কোথায় পান? আওয়ামী লীগের ধানমন্ডি অফিস ১০তলা, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের অফিসে ঝাড়বাতিতে ভরা। আপনারা এত টাকা পান কোথায়?

বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করেন, ‘শেখ হাসিনার জনসভায় লোক আনতে প্রত্যেককে ১০০০ টাকা করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। তাদের এখন হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া।

এর আগে, বিকেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে যথাক্রমে ৯ এবং ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে উত্তাল হয়ে ওঠে নয়াপল্টন। রায়ের আগেই বিএনপির দলীয় কার্যালয়, ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।

রায়ের পর তাদের ‘মিথ্যা মামলা, মিথ্যা রায়; মানিনা মানবো না’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন