হোম আন্তর্জাতিক উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আশাবাদী জেলেনস্কি

উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আশাবাদী জেলেনস্কি

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও, তিনি তাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে পারবেন। তবে এই আলোচনাগুলো অবশ্যই বন্ধ দরজার আড়ালে হওয়া উচিত। রবিবার (২ মার্চ) লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আবারও জোর দিয়ে বলেন, শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেন রাশিয়াকে কোনও ভূখণ্ড ছাড়বে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি স্বাক্ষরে তিনি এখনো আগ্রহী। ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি খসড়া শান্তি পরিকল্পনা তৈরি করে তা যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন তিনি, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

শুক্রবার ওভাল অফিসে সরাসরি সম্প্রচারিত এক ঐতিহাসিক বৈঠকে, ট্রাম্প জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, জেলেনস্কি তার দেশকে অসম্মান করেছেন এবং তার কর্মকাণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে। বিষয়টি ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে প্রশ্ন তোলে।

ইউরোপীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনের পর লন্ডনের একটি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন জেলেনস্কি। সেখানে তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ওভাল অফিসের ঘটনায় হতাশা প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার আকাঙ্ক্ষাও স্পষ্ট করেন।

জেলেনস্কি বলেন, তিনি মনে করেন না যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা বন্ধ করবে। কারণ ‘সভ্য বিশ্বের নেতা’ হিসেবে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তা করতে চাইবে না। তবে তিনি যেকোনও ফলাফলের জন্য প্রস্তুত রয়েছেন।

লন্ডন সম্মেলনের পর সাংবাদিকদের জেলেনস্কি বলেন, সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে বলতে গেলে, আমি মনে করি আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।

তবে তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে এ ধরনের আলোচনা সম্পূর্ণ খোলামেলা হওয়া উচিত। যা ঘটেছে সেই ফরম্যাটটি আমাদের জন্য ইতিবাচক বা অংশীদার হিসেবে কোনও অতিরিক্ত সুবিধা বয়ে এনেছে বলে আমি মনে করি না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন