হোম আন্তর্জাতিক উড্ডয়নের ১৪ সেকেন্ড পর অস্ট্রেলিয়ার তৈরি প্রথম রকেট বিধ্বস্ত

উড্ডয়নের ১৪ সেকেন্ড পর অস্ট্রেলিয়ার তৈরি প্রথম রকেট বিধ্বস্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটি থেকে কক্ষপথে পৌঁছানোর চেষ্টা করা প্রথম দেশীয়-নির্মিত রকেটটি বুধবার (৩০ জুলাই) উড্ডয়নের ১৪ সেকেন্ড পর বিধ্বস্ত হয়েছে।

গিলমোর স্পেস টেকনোলজিসের উৎক্ষেপিত রকেট ‘এরিস’ ছিল অস্ট্রেলিয়ার প্রথম পরিকল্পিত এবং নির্মিত কক্ষপথ উৎক্ষেপণ যান। এটি ছোট উপগ্রহগুলোকে কক্ষপথে বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার সকালে কুইন্সল্যান্ড রাজ্যের উত্তরে বোয়েনের ছোট শহরের কাছে একটি মহাকাশ বন্দর থেকে পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।

সংবাদমাধ্যমগুলো প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ৭৫ ফুট রকেটটি বাতাসে ঝুলে পড়ে দৃষ্টির বাইরে চলে যায়। ঘটনাস্থলের ওপরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে গিলমোর স্পেস টেকনোলজিস উৎক্ষেপণকে ‘সফল’ বলে অভিহিত করেছে। একজন মুখপাত্র জানিয়েছেন, চারটি হাইব্রিড-চালিত ইঞ্জিনই জ্বলে ওঠে এবং প্রথম উৎক্ষেপণে ১৪ সেকেন্ডের উড্ডয়ন করে।

গিলমোর স্পেস টেকনোলজিস গত মে মাসে এবং এই মাসের শুরুতে রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যা এবং খারাপ আবহাওয়ার কারণে সেই কার্যক্রমগুলো বাতিল করে দেওয়া হয়।

স্থানীয় হুইটসানডে আঞ্চলিক কাউন্সিলের মেয়র রাই কলিন্স বলেছেন, উৎক্ষেপণ একটি ‘বিশাল অর্জন’, যদিও যানটি কক্ষপথে পৌঁছায়নি। এটি আমাদের অঞ্চলে ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ শিল্পের বিশাল লাফের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন