হোম অন্যান্যসারাদেশ ঈদ পরবর্তী আনন্দে ১ যুবক নিহত, আহত ২ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কুলিয়ারচরে ঈদ পরবর্তী আনন্দ করতে গিয়ে হামলার শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম শাহ আলম বলে জানা গেছে। নিহত শাহ আলম (১৮) রামদী ইউনিয়নের হাড়িয়াকান্দা গ্রামের আহমদ আলীর ছেলে।

এ সময় তার সাথে থাকা আরও ২ যুবককে ছুরিকাঘাত করা হয়। এতে তাদের আসঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন একই গ্রামে মোঃ মস্তু মিয়ার ছেলে জীবন (১৬) ও আব্দুল হাতিমের ছেলে আসাদুল্লাহ (১৮)। এ ঘটনায় সন্দেহ জনক ৪ জনকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ জুলাই শুক্রবার আনন্দ- উল্লাস করতে গিয়ে বিকেলে ৩ বন্ধু একটি বিভাটেক ভাড়া করে ঘুরতে বের হয়। পরে রাত ৮ টার দিকে বিভাটেকের ভিতর গান বাজিয়ে বাড়ি ফেরার পথে রামদী আফতাব উদ্দিন বহুমুখী ফিড মিল মোড়ে পৌছলে পিছন থেকে আসা একটি সিএনজি থেকে ধারালো অস্ত্রসহ কয়েকটি ছেলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলেই শাহ আলম নিহত হয় ও অপর ২ বন্ধু গুরুতর আহত হয়।

নিহত শাহ আলমের বড় ভাই বলেন, আমার ভাইকে কী কারণে হত্যা করেছে তা আমার জানা নেই। আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এই ব্যাপারে কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা আসঙ্কাজনক হওয়ায় আহত দুই জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতেই সন্দেহ জনক ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন