হোম তথ্যপ্রযুক্তি ঈদ উপলক্ষে স্যামসাংয়ের ফোনে মূল্যছাড়

ঈদ উপলক্ষে স্যামসাংয়ের ফোনে মূল্যছাড়

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

অনলাইন ডেস্ক:
ঈদ উপলক্ষে ফোনে ছাড় দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। তাদের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন বিশেষ ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অফারে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো মডেলগুলোতে পাবেন এই ছাড়। যেখানে মিলবে ২ হাজার টাকা থেকে ১৭ হাজার ২০০ টাকা পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠানটি বলছে, যারা নতুন স্মার্টফোন কেনা বা পুরানো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন, তাদের জন্য দারুণ অফার হতে পারে এটি।

স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্র্যাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ‘স্যামসাং দেশের কোটি মানুষের ভালোবাসার ব্র্যান্ড। স্যামসাংয়ের এ ঈদ অফার স্মার্টফোন কেনাকে আরও উপভোগ্য করবে, সেটা হোক মিড-রেঞ্জ বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন।’

প্রকাশ্যে গুগলের সাশ্রয়ী ফোন পিক্সেল ৯এ, দাম কত?প্রকাশ্যে গুগলের সাশ্রয়ী ফোন পিক্সেল ৯এ, দাম কত?
নতুন এই প্রোমো অফারে ক্রেতারা গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের ফোনটিতে পাবেন ১৭ হাজার টাকার ছাড়। এছাড়া গ্যালাক্সি এস২৪ এফই ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের ফোনটিতে পেয়ে যাবেন ১৭ হাজার ২০০ টাকা ছাড়। যেখানে ফোন দুইটি যথাক্রমে ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা এবং ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।

এছাড়াও গ্যালাক্সি এ৫৫ ফাইভজি (৮/১২৮ জিবি) পাবেন ৬৪ হাজার ৯৯৯ টাকায়। আর গ্যালাক্সি এ৩৫ ফাইভজি (৮/১২৮ জিবি) স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকায়।

আইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিনআইফোন ১৬ই নিয়ে এল অ্যাপল, ফিচারসহ দাম জেনে নিন
এই অফারের আওতায় গ্যালাক্সি এ১৬ ফাইভজি, গ্যালাক্সি এ১৬ ফাইভজি ও গ্যালাক্সি এ১৬ ফাইভজি ফোনগুলোতে মিলবে ২ হাজার টাকা ছাড়। যেখানে ফোনগুলোর কেনা যাবে যথাক্রমে ৩২ হাজার ৯৯৯ টাকা, ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ২৫ হাজার ৯৯৯ টাকায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন