বিনোদন ডেস্ক :
ঈদে বলিউডের তিন খান সময় কাটান পরিবারের সঙ্গে। নামাজের পর সংবাদ সম্মেলন শেষে আমির সারাদিন কাটান তার আম্মির বাড়িতে। অন্যদিকে সালমান খান তিন ভাইয়ের সাথে নামাজ পড়ে পুরো পরিবারের সাথে উদযাপন করেন ঈদ। শাহরুখ খানও ছেলেদের সাথে নামাজ শেষ করে ‘মান্নাত’ এর বাইরে অপেক্ষারত ভক্তদের জানান ‘ঈদ মোবারক’। এছাড়াও বাহারি খাবারের আয়োজন তো থাকেই।
ঈদ আসলে তার আমেজ ছুঁয়ে যায় সবাইকে। আর তার ব্যতিক্রম নন বলিউডের তিন খানও। প্রতি বছর ঈদ আসলে বলিউডে বিশেষ করে সালমান তার ভক্তদের ঈদ উপহার হিসেবে মুক্তি দেন নতুন সিনেমা। অন্যদিকে শাহরুখ খান, আমির খান ঈদ উপলক্ষ্যে নতুন সিনেমা মুক্তি না দিলেও এই সময়টা তারা ঈদের নামাজ পড়ে পরিবার ও ভক্তদের সাথে কাটাতে পছন্দ করেন। তাছাড়া এই ঈদ উপলক্ষ্যে এই তিন তারকার বাড়িতেই থাকে খাবারের নানা বিশেষ আইটেম।
আমির খান
আমির খান সাধারণত দিনের শুরুতে ঈদের নামাজের পর ছোটখাটো সংবাদ সম্মেলন করেন এরপর সোজা চলে যান তার আম্মির বাসায়। ঈদের দিনটি সেখানেই কাটান তিনি। তাই আমিরের সব আত্মীয়রাও ঈদের দিন সে বাড়িতেই জড়ো হন। এমনকি আমিরের সাবেক পত্নী রীনা পুত্র জুনেইদ ও কন্যা ইরাকে সঙ্গে নিয়ে হাজির হন পারিবারিক ঈদ উদযাপনে। ছোট বেলার ঈদ প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে আমির গণমাধ্যমে বলেছিলেন, ‘ঈদের থেকে ছোটবেলায় আমাদের কাছে মূল আকর্ষণ ছিল ঈদি। ঈদি পাওয়ার লোভে আমরা বড়দের বারবার সালাম করতাম। এমনিতে আমির অনেক স্বাস্থ্য সচেতন হলেও ঈদ উপলক্ষ্যে অনেক বিশেষ খাবারের স্বাদ নেন তিনি। আর তাইতো এই দিন তিনি বিরিয়ানি, কাবাব, মাংসের নানান পদ পেট ভরেই খান।
শাহরুখ খান
ঈদের দিনের শুরুটা বলিউডের কিং খান করেন ছেলেদের সাথে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। এরপর বাসায় ফিরে ঈদের দিনটি পরিবারের সাথে কাটাতেই পছন্দ করেন তিনি। এদিন অবশ্য মান্নাতের বাইরে শাহরুখ ভক্তরা ভিড় করেন প্রিয় তারকাকে ঈদের শুভেচ্ছা জানাতে। আর ভক্তদের সাথে দেখা করতে শাহরুখ মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান। এ সময় তার সঙ্গে তার পরিবারের অন্য সদস্যদেরও দেখা যায়। এখন অবশ্য ছোট পুত্র আব্রাহামকেই এ তালিকায় বেশি দেখা যায়। প্রতি বছর ঈদ উপলক্ষ্যে ‘মান্নাতে’ বিশেষ পার্টির আয়োজন করেন শাহরুখ খান। সেই পার্টিতে বলিউডের প্রায় সব তারকা উপস্থিত থাকেন। খাবারের ব্যাপারে এই দিন শাহরুখ অপেক্ষায় থাকেন বন্ধু সালমানের বাড়ির বিরিয়ানির। আর ঈদের বিশেষ দিনটিতে তিনি এই বিরিয়ানি বেশ পছন্দ করে খান।
সালমান খান
ঈদের সময়টা সালমানের বেশ ব্যস্ততায় কাটে। কারণ ভাইজান ঈদে উপহার হিসেবে মুক্তি দেন নতুন সিনেমা। তবে যত ব্যস্ততাই থাকুক বাবা সেলিম খানের কড়া হুকুম, যত যাই হোক, ঈদ মানেই পরিবারের সঙ্গে থাকা চাই। আর ভালো ছেলের মতো সেই নিয়ম মেনে নেন ভাইজানও। ঈদের দিন সকালে সালমান খান ভাইদের নিয়ে বাড়ির সামনে মসজিদে নামাজ পড়েন। ঈদের দিন তাদের বাড়িতে বিশেষ রেসিপির বিরিয়ানি রান্না করা হয়। আর সেই বিরিয়ানির দাওয়াত পান বলিউডের অন্য তারকারাও। সালমানের ঈদ পার্টির বিশেষ সুখ্যাতি রয়েছে বলিউড পাড়ায়। প্রতি বছরই সালমানের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়। বলিউড তারকারা অন্যান্য সময়ে খাবার নিয়ে যতই সচেতন থাকুক না কেন ঈদের এই সময়টায় সালমানের বাড়ির এই বিশেষ খাবার মিস করতে চান না কোনো তারকাই।