হোম অন্যান্যসারাদেশ ঈদের দিনে ভূমিকম্পে কাঁপল সিলেট

ঈদের দিনে ভূমিকম্পে কাঁপল সিলেট

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

অনলাইন ডেস্ক :

ঈদের দিনে কেঁপে উঠল বাংলাদেশের সিলেট অঞ্চল। সোমবার রাত ৮টা ৪২ মিনিটে সিলেটে মাঝারি মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ভারতের মনিপুর রাজ্যের কাচিং শহরের ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলে নিশ্চিত বাংলাদেশ আবহাওয়া অধিদফরত।

আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সিলেট থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের মনিপুর রাজ্য এই ভূকম্পনের উৎসস্থল। ভূপৃষ্ঠের ৫৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে ভূকম্পনের সৃষ্টি হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ঢাকা থেকে ভূকম্পের কেন্দ্রের দূরত্ব ৩৬৬ কিলোমিটার।

একই তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসে।

ভারতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছেন, সোমবারের এই ভূমিকম্পনের কারণে মনিপুরের পার্শ্ববর্তী রাজ্য আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ও মিজোরামও কেঁপে ওঠে।

এদিকে কাছাকাছি হওয়ায় সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলও কেঁপে উঠেছে বলে জানা গেছে।

এই কম্পনে মণিপুর বা বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন