হোম জাতীয় ঈদের কেনাকাটা করা হলো না বাবা-ছেলের

জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় চাঁদেরহাট এলাকায় ট্রলির ধাক্কায় বাইসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন।

রোববার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মাসুদ রানা (১১) নিহত হয়। এ সময় গুরুতর আহতাবস্থায় মাসুদ রানার বাবা একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবা-ছেলের বাড়ি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বাবা একরামুল হক ও ছেলে মাসুদ রানা বাইসাইকেলে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিল। তারা ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চাঁদেরহাট এলাকায় পৌঁছলে একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে মাসুদ রানার মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় বাবা একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনিও মারা যান।

নিহত শিশুর চাচা এরশাদুল হক বলেন, ‘ছেলের ঈদের কেনাকাটা করতে আমার ভাই একরামুল তার ছেলে মাসুদ রানাকে নিয়ে বাইসাইকেলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। ফুলবাড়ী বাজারে ঢোকার আগে পেছন থেকে ইটবোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাসুদ রানা নিহত হয়। এ সময় আমার ভাই গুরুতর আহত হন। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি ও ড্রাইভারকে আটক করে। ট্রলির ড্রাইভার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা গ্রামের হজরত আলীর ছেলে মোকছেদুল।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলি ও ট্রলির ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন