নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা তালার টিকারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৩০জুন) বিকালে গ্রাম-বাংলার ঐতিয্যবাহী ৪ দলীয় লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী। খেলাটি এক নজর দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমায়।
এসময় মোঃ আনোয়ার সরদারের সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সম্পাদকীয় মন্ডলীর সদস্য বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক সরদার মুজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিশখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাফফর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল প্রমূখ।
বিভিন্ন এলাকা থেকে অংশ গ্রহণ করা ৪টি দলের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।