হোম জাতীয় ঈদযাত্রা: গাজীপুরে ‘সংকুচিত লেনে’ বাড়বে ভোগান্তি

জাতীয় ডেস্ক:

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ির পথ ধরছেন রাজধানীর বাসিন্দারা। পাশাপাশি সড়কপথে দেশের বিভিন্ন অংশ থেকে আসছে কোরবানির পশু। এ দুই মিলে ঢাকা-ময়মনসিংহ সড়কে রয়েছে বাড়তি চাপ। তবে মহাসড়কের গাজীপুর অংশের জন্য ঈদযাত্রায় ভোগান্তি বাড়বে বলছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গাজীপুরের এরশাদনগর এলাকার সড়কের মাঝখানের খোঁড়াখুঁড়িতে দু’পাশেই সংকুচিত হয়ে পড়েছে চলাচলের লেন। যে কারণে-উভয়মুখী যানবাহনের গতি কমে যায় এখানে।

এ ছাড়া কাজের জন্য টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার মহাসড়কের চার থেকে পাঁচটি পয়েন্টে গাড়ির গতি কমে যাওয়ায় দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে।

গাজীপুরের এরশাদনগর এলাকার সড়কের মাঝখানের খোঁড়াখুঁড়িতে দু’পাশেই সংকুচিত হয়ে পড়েছে চলাচলের লেন। ছবি: সময় সংবাদ

এরমধ্যে গাজীপুরা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা (সরকার বাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত) পিচ উঠে যাওয়ায় রাস্তায় ছোট-বড় খানাখন্দে হেলেদুলে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এতে সৃষ্টি হচ্ছে যানজটের।

বৃষ্টিতে বাড়বে দুর্ভোগ

ভোগড়া এলাকার দাঁড়িয়ে থাকা ফয়সাল আহমেদ নামে এক পথচারী বলেন, সড়কের দু’পাশে ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় পানি নিষ্কাশন হয় না। সড়কের কোথাও কোথাও আবার এখনও নির্মাণ করা হচ্ছে ড্রেন। যে কারণে একটু বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন পয়েন্ট তলিয়ে যায়। শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভারি বৃষ্টি হলে ঘরে ফেরা মানুষের কষ্ট বাড়বে এই মহাসড়কে।

যেখানে ভোগান্তি হতে পারে কম

প্রতি ঈদে টঙ্গী স্টেশনরোড এলাকায় যানজট দীর্ঘ হলেও এবার এখানে ভোগান্তির শঙ্কা কম। উত্তরা হাউস বিল্ডিং থেকে চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার নতুন ফ্লাইওভার হওয়ায় রাজধানী ছেড়ে যাওয়া মানুষের দুর্ভোগ কমবে এই পথে।

বিআরটি প্রকল্পের অসমাপ্ত কাজে দুর্ভোগ

এদিকে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটারের বেশি সড়কে চলছে এলিভেটেড ফ্লাইওভারসহ (বাস র‌্যাপিড ট্রানজিট) বিআরটির উন্নয়ন কর্মযজ্ঞ। প্রায় ১১ বছর ধরে চলা এই প্রকল্পের অগ্রগতি আশানুরূপ না হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টঙ্গীর ফ্লাইওভার পরিদর্শন করতে এসে বলেন,
বিআরটি প্রকল্পের অগ্রগতি ৯১ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

তবে সড়কে যথাসম্ভব শৃঙ্খলা ধরে রেখে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমাতে প্রস্তুত পুলিশ সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়েছে নানা ধরনের প্রস্তুতি। উপ-কমিশনার (ট্রাফিক) মো.আলমগীর হোসেন সময় সংবাদকে জানান, বিকল হয়ে যাওয়া যানবাহন দ্রুত সময়ের মধ্যে সরাতে আটটি রেকার সার্বক্ষণিক কাজ করবে।

নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করতে দেয়া হবে না। রাজধানী ছেড়ে যাওয়া মানুষ ও যানবাহনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সব মিলিয়ে প্রায় এক হাজার সদস্য রাস্তায় পালাক্রমে কাজ করবে বলেও তিনি নিশ্চিত করেছেন তিনি।

সব মিলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের জন্য ঈদযাত্রায় দুর্ভোগ বাড়বে বলেই ধারণা সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন