হোম খেলাধুলা ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে ঢাকা আবাহনী

স্পোর্টস ডেস্ক:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে গতকাল বসুন্ধরা কিংস না পারলেও এএফসি কাপে দারুণ শুরু করেছে ঢাকা আবাহনী। সিলেটে দ্বিতীয় প্রিলিমিনারি রাউন্ডের খেলায় মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে আবাহনী।

বুধবার (১৬ আগস্ট) সিলেট স্টেডিয়ামে ঈগলসকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে-অফ রাউন্ডে জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনী। জয়ী দলের পক্ষে কর্নেলিয়াস স্টুয়ার্ট ও দানিলো অগাস্তো গোল দুটি করেন। ঈগলসের পক্ষে একটি গোল করেন আহমেদ রিজুভান।

সবশেষ মৌসুমটা শিরোপাহীন কাটিয়েছে আবাহনী। বিপিএলে রানার্সআপ হয়ে জায়গা করে নিয়েছিল এএফসি কাপের বাছাইপর্বের প্রাথমিক পর্বে। প্রতিপক্ষ হিসেবে পায় মালদ্বীপের রানার্সআপ ঈগলসকে। সিলেটে অবশ্য ফেবারিট হিসেবেই নেমেছিল মারিও লেমোসের দল।

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে মাঠের খেলায় অবশ্য আধিপত্যই দেখিয়েছে দেশের ঐতিহ্যবাহী দলটা। আকাশী জার্সিধারীদের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২১ মিনিট পর্যন্ত।

ডানপ্রান্ত দিয়ে গতিময় দৌড়ে ডিবক্সের কোনা থেকে ক্রস করেন আবাহনীর এক খেলোয়াড়। তার দুর্দান্ত ক্রসে অনেকটা লাফিয়ে হেড নেন সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্সের ফরোয়ার্ড কর্নেসিয়াস স্টুয়ার্ট। বল জড়িয়ে যায় ঈগলসের জালে। এই লিড ধরে রেখেই বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিক দল। কর্দমাক্ত মাঠে খুব একটা গোছানো খেলা উপহার দিতে ব্যর্থ হয় দুদলই। এরই মধ্যে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে সমতায় ফেরে ঈগলস। মালদেভিয়ান্স স্ট্রাইকার আহমেদ রিজুভান গোল করে সমতা ফেরান।

এরপর দুদলই চেষ্টা চালিয়েও আর গোল করতে পারছিল না। ম্যাচও গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। যখন অতিরিক্ত সময়ের প্রস্তুতির কথা ভাবছে দুদলই, তখনই আবাহনীকে আনন্দে ভাসান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো। হেডে গোল করে স্তব্ধ করে দেন ঈগলদের। অন্যদিকে আনন্দে ভাসে আকাশী জার্সিধারীরা। কর্নার থেকে আসা বলে হেড করে আবাহনীকে আনন্দে ভাসান তিনি।

শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। সেই সঙ্গে নিশ্চিত করে প্লে-অফে খেলা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন