হোম খেলাধুলা ইয়োং-লাথামের সেঞ্চুরিতে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

ইয়োং-লাথামের সেঞ্চুরিতে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে শুরুটা নড়বড়ে ছিল নিউজিল্যান্ডের। তবে উইল ইয়োং ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে কিউইরা। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে ৩২১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক পাকিস্তান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার উইল ইয়োং ও ডেভন কনওয়া। তবে দলীয় ৩৯ রানে ১৭ বলে ১০ রান করে আউট হন কনওয়ে।

এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন ১ ও ড্যারিল মিচেল ১০ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা টম লাথামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ইয়োং।

পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। ১১৮ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরি তুলে ইয়োং। দলীয় ১৯১ রানে আউট হওয়ার আগে ১১৩ বলে ১০৭ রান করেন এই কিউই ওপেনার।

এরপর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লাথাম। মারমুখি ব্যাটিং করতে থাকেন তারা। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন লাথাম। তার সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ফিলিপস।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফিলিপস ৩৯ বলে ৬১ রান করেন। আর ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন লাথাম। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হারিস রউফ নেন ২টি করে উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন