হোম অন্যান্যসারাদেশ ইয়ামান-ইয়াসিনের নেতৃত্বে ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটি

ইয়ামান-ইয়াসিনের নেতৃত্বে ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটি

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটি’র ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামান মুস্তাহাসীন সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসাইন এবং হল ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি আনিসূর রহমান সাইমন আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
২০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মেহেদী হাসান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রক্তিম, সাংগঠনিক সম্পাদক মেয়োকোজ রহমান জিম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হক্কানী, দপ্তর সম্পাদক আহমদ আব্দুল্লাহ, বিতর্ক বিষয়ক সম্পাদক মিশুক শাহরিয়ার, কোষাধ্যক্ষ জাহেদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা বাকী, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, তথ্য ও প্রচার সম্পাদক মো. জাহিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম ও ক্রীড়া সম্পাদক মিশনু আল আসনওবি।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাশেম আলী, তানভীর আসলামী, ইব্রাহিম খলিল, মাহিউল ইসলাম, সৈয়দ রিফাত ও শরিফুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন