আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে, আহত হয়েছেন ৮১ জন। ঘটনাস্থলে বোমা রেখে যাওয়া সন্দেহভাজন এক নারীসহ ৪৬ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে তুর্কি পুলিশ। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, ফ্রান্স ও ইউরোপীয় কাউন্সিল। খবর আল জাজিরা’র।
স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ইস্তাম্বুলের ব্যস্ততম এলাকা তাকসিম স্কয়ার। শুরু হয় ছোটাছুটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাড়ানো হয় পুলিশের উপস্থিতি। আতঙ্কে বন্ধ করে দেয়া হয় আশপাশের সব দোকানপাট। উদ্ধার করা হয় বেশ কয়েকটি মরদেহ। আহতদের নেয়া হয় হাসপাতালে।
পরে এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটিকে সন্ত্রাসী হামলা বলেও মন্তব্য করেন তিনি। বলেন, হামলাকারী অবশ্যই কঠোর সাজা পাবেন।
এরদোয়ান বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রাথমিক তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছি আমরা।
ঘটনাস্থলে বোমা রেখে আসা সন্দেহভাজন এক নারীকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এখনও এর দায় স্বীকার করেনি গোষ্ঠীটি।
অন্যদিকে ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন ও ইতালি। এছাড়া হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কাউন্সিল।
