হোম রাজনীতি ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি গণঅধিকারের

রাজনীতি ডেস্ক:

রাজনৈতিক সমঝোতা ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান।

বিএনপিসহ বিরোধী দলগুলোর চতুর্থ দফার অবরোধ কর্মসূচির শেষ দিনে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনের জামান টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিলপরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে গণঅধিকার পরিষদের এই অংশের নেতারা পুরানা পল্টন কালভার্ট রোড থেকে মিছিল বের করেন। এরপর মিছিলটি পল্টন মোড় হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে জামান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ফারুক হাসান বলেন, এই আওয়ামী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা লাগাম ছাড়া ঘোড়ার মতো আচরণ শুরু করেছে। বিরোধী রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ, কৃষক শ্রমিক কেউই রেহাই পাচ্ছে না। সরকার ক্ষমতায় থাকতে এখন মরিয়া হয়ে উঠেছে। রাজপথে দশজন মানুষ বসে গল্প করলেও সরকার সেটাকে সহ্য করতে পারছে না।

ফারুক হাসান বলেন, সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে ব্যবহার করে একতরফা তপশিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা গণঅধিকার পরিষদ হুঁশিয়ারি দিতে চাই- সরকার যদি রাজনৈতিক সমঝোতা ছাড়া তপশিল ঘোষণা করে, তাহলে আমরা গণঅধিকার পরিষদ, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চসহ সব বিরোধী দল মিলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করব।

এ সময় গণঅধিকার পরিষদের এই অংশের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, এই সরকার এখন পুলিশ আর র‍্যাব দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকারের এই পুলিশ বাহিনীর ভয়ে আমরা আন্দোলন বন্ধ করব না।

গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ নেতা অধ্যাপক মাহবুব হোসেন, জিয়াউর রহমান, শামসুদ্দিন, আরিফ বিল্লাহ, জাকির হোসেন; ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইমামউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ; ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন