হোম রাজনীতি ইসি কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে, দাবি তারেক রহমানের

ইসি কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে, দাবি তারেক রহমানের

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশন (ইসি) কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে, ইসির পক্ষ থেকে কী কী বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে তিনি কিছু খোলাসা করেননি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান এ দাবি করেন।

‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’র যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। শুরুতেই তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় অশ্রুসিক্ত স্বজনদের সান্ত্বনা দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, “নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বিস্তারিত বলা যাচ্ছে না। কিন্তু, ইসি কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে আমরা রাজনৈতিক দল হিসেবে ধৈর্য্যের পরিচয় দিতে চাই।”

তারেক রহমান বলেন, “অনেকে নানা রকম কথা বলে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। সে ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এবার গণতান্ত্রিক প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হলে তা শহীদদের প্রতি অবমাননা হবে। বিগত দিনের গুম ও খুনের বিভীষিকাময় পরিস্থিতির অবসান হয়েছে। আগামীতে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকবে বিএনপি।”

তিনি আরও বলেন, “বিগত দিনে আমরা এক দুঃসময় অতিক্রম করেছি। আজ এখানে দাঁড়িয়ে অনেক সন্তান তার মায়ের কথা বলে গেছেন। আমাদের মধ্যে এমন সন্তান আছেন, যারা তারা বাবার মুখটি একবারের জন্যও দেখেনি। তাদের সেই দুঃসময় হয়তো কেটে যাবে। কিন্ত, অনেকে গুম হওয়া স্বজনদের বেদনা নিয়ে থাকতে হবে।”

বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে জানিয়ে তারেক রহমান বলেন, “কোনও পরিবারের এক ভাই নির্যাতিত হলে, আরেকজন রাজপথে নেমে এসেছে। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। তাই ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না।”

কাঁদলেন তারেক রহমান

অশ্রুসিক্ত হয়ে ভুক্তভোগীর পরিবারগুলোর স্বজনরা জানান, বিগত দিনে বাসা-অফিস বা রাস্তা থেকে তাদের স্বজনদের তুলে নেওয়া হয়েছে। তাদের শেষ পরিণতি কী হয়েছে তা তারা জানে না। অনেক সন্তান তার বাবার ছবি নিয়ে এসেছেন। তারেক রহমানকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠেন। তাকে জড়িয়ে ধরেন। তারেক রহমানও এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।

ভুক্তভোগী পরিবারগুলোর স্বজনরা বাদেও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রশিদুজ্জামান মিল্লাত, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন