রাজনীতি ডেস্ক :
সদ্য পাস হওয়া নির্বাচন কমিশন (ইসি) আইনকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ আইন প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ আরও একধাপ এগিয়ে যাবে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণে যা কিছু হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি মহাসচিব নির্বাচন কমিশনার নিয়োগের এ আইন না মানার বিষয়ে দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়েছেন। তবে যে দল বা ব্যক্তি দেশের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে, তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্যই প্রত্যাশিত ছিল।
বিএনপিকে জাতির কাছে স্পষ্ট করতে হবে যে তারা কাদের দেওয়া টাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশ থেকে এ অর্থ কোন চ্যানেলে বিদেশে পাচার করা হয়েছে। এ হিসাব কি বিএনপি নির্বাচন কমিশনের কাছে দিয়েছে? উত্তর দিতে না পারলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশে রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার থাকবে না।
মন্ত্রী দাবি করেন, দেশের আইন ও সংবিধানের প্রতি বিএনপির কোনো বিশ্বাস নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আইনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা বিভ্রান্তিমূলক মনগড়া বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল’ পাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।