হোম আন্তর্জাতিক ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে ইসরায়েলে। বৃহস্পতিবার (২৭ জুন) তেল আবিবে বিক্ষোভ করেন দেশটির আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা। খবর বার্তা সংস্থা এপির।

বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে হয় সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই এই আইন নিয়ে চলছে বিতর্ক। মঙ্গলবার (২৬ জুন) দেশটির সুপ্রিম কোর্ট আল্ট্রা অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রনয়নের নির্দেশ দিলে নতুন করে ছড়ায় ক্ষোভ।

দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় নিয়োজিত হারেদি যুবকরা ছাড় পায় এক্ষেত্রে। ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাদেরও রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয়। এই আইন কার্যকর হলে নেতানিয়াহুর জোট সরকারেও বাড়তে পারে বিরোধ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন