হোম আন্তর্জাতিক ইসরাইলে এবার ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতকে আরও উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুরুতে তেল আবিবকে সহায়তায় সেনা পাঠানো হবে না জানালেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের রকেট প্রতিহত করে পাল্টা হামলা চালাতে ইসরাইলে এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠানো হবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। নির্বিচারে বোমা ফেলছে গাজার বেসামরিক স্থাপনায়। এতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অবরুদ্ধ অঞ্চলটিতে। ইসরাইলি হামলার পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

সংঘাত শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরাইলকে সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে নিজের দেয়া সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন কয়েক দিনের মধ্যেই।

ইসরাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ ও ‘প্যাট্রিয়ট’ পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এমনকি ইরাক ও সিরিয়ায় থাকা তিন হাজারের বেশি সেনাকে গোপনে ইসরাইলে পাঠাতে প্রস্তুত রাখা হয়েছে বলেও দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

জো বাইডেনের এমন দ্বিচারিতার সমালোচনা করেছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণে চলমান পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইসরাইল-হামাস সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন