আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের হামলায় গেল ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শুধু শিশুই রয়েছে ২ হাজারের বেশি।
সোমবার (২৩ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের অনবরত হামলায় গাজায় অন্তত ৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫ শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ১৫ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি।
বিবৃতিতে আরও জানানো হয়, সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে ১৮২ শিশু রয়েছে। তাদের বেশিরভাগই দক্ষিণ গাজা উপত্যকায় নিহত হয়েছেন।
এর আগে বেসরকারি দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, ইসরাইলের বিমান হামলায় গাজা উপত্যকায় প্রতি ১৫ মিনিটে ১টি শিশুর মৃত্যু হচ্ছে। মানবিক সংকটের কথা বিবেচনা করে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল; কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। এরই মধ্যে ফুরিয়ে আসছে পানি, খাবার ও জ্বালানি। যার ফলে গাজায় চরম মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।