হোম আন্তর্জাতিক ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্টুন এঁকে চাকরি হারালেন গার্ডিয়ানের সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক:

হামাসের সঙ্গে সংঘাত শুরু পর থেকেই ইসলাইলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য। এই ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ উঠেছে পশ্চিমা বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধেও। এর মধ্যেই এবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কার্টুন আঁকায়, এক কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিরুদ্ধে।

স্টিভ বেল নামের ওই রাজনৈতিক কার্টুনিস্ট দাবি করেছেন, তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে গার্ডিয়ানে কাজ করেছেন। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রীর একটি কার্টুন আঁকার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।

গার্ডিয়ান কর্তৃপক্ষ ছবিটিকে ‘অ্যান্টি-সেমেটিক’ (ইহুদি জনগণের প্রতি শত্রুতা বা পক্ষপাতদুষ্ট) হিসেবে নিয়েছে বলে দাবি করেছেন স্টিভ বেল।

স্টিভের কার্টুনটিতে গাজা উপত্যকার একটি মানচিত্র সামনে রেখে নেতানিয়াহুকে বক্সিং গ্লাভস পরা অবস্থায় দেখানো হয়েছে। যেখানে লেখা, ‘গাজার বাসিন্দারা, এখনই বের হয়ে যাও।’

স্থল আক্রমণের আগে উত্তর গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের সরে যেতে ইসরাইলের নির্দেশ প্রসঙ্গেই কার্টুনে ওই উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্টিভের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, গার্ডিয়ানের হয়ে ৪২ বছর ধরে কাজ করা ওই কার্টুনিস্টের জন্য বরখাস্তের এমন সিদ্ধান্ত ‘বড় ধাক্কা’ ছিল। তিনি সোমবার (১৬ অক্টোবর) সকালে কার্টুনটি দাখিল করেছিলেন এবং এর চার ঘন্টা পর সিনিয়র সম্পাদকরা (গার্ডিয়ানের) সেটি প্রত্যাখ্যান করেন।

তবে এ বিষয়ে গার্ডিয়ানের এক মুখপাত্র বলেছেন, স্টিভ বেলের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্টিভের কার্টুনগুলো গত ৪০ বছর ধরে গার্ডিয়ানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার সাফল্য কামনা করি।

যদিও চুক্তি অনুযায়ী ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গার্ডিয়ানের হয়ে কাজ করার কথা কার্টুনিস্ট স্টিভ বেলের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন