হোম আন্তর্জাতিক ইসরাইলপন্থি অবস্থান নেয়ায় জার্মান বইমেলায় অংশ নেবে না মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিচ্ছে না মালয়েশিয়া। হামাসের সঙ্গে চলমান সংঘাতে বইমেলার আয়োজকরা ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে- এ অভিযোগে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়। খবর সিএনএ’র।

সোমবার (১৬ অক্টোবর) মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,

ফিলিস্তিনে চালানো ইসরাইলি আগ্রাসনের সঙ্গে আপস করবে না মালয়েশিয়া। ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা ঘোষণা ও তাদের প্রতি পূর্ণ সমর্থনের জন্যই মেলা থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

এদিকে সাহিত্যবিষয়ক সংগঠন ‘লিটপ্রম’ জানিয়েছে, এবারের মেলায় ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলির ‘এ মাইনর ডিটেল’ উপন্যাসটিকে পুরস্কার দেয়ার কথা ছিল। কিন্তু গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার ঘটনায় তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষ।

ঘোষণায় আরও বলা হয়েছে, ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলিকে জার্মান পুরস্কার লিবেরাতুরপ্রিস-এ সম্মানিত করা হচ্ছে না।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে। চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, হামাসের নিন্দার জন্য পশ্চিমা চাপকে তিনি সমর্থন করেন না।

এদিকে সোমবার (১৬ অক্টোবর) হামাস নেতা ইসমাইল হানিয়াহ’র সঙ্গে ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন,
অবরুদ্ধ গাজায় খাদ্য ও ওষুধ পাঠাবে মালয়েশিয়া।

এছাড়াও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার অটল সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন