আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে ‘সন্ত্রাসী হামলায়’ দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
ইরনার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পাকিস্তান সীমান্তের কাছের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলে সন্ত্রাসী হামলায় আইআরজিসির সদস্যরা নিহত হয়েছেন।
সারাভান ইরানের সবচেয়ে দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। অঞ্চলটিতে সংখ্যালঘু বেলুচি সম্প্রদায়ের সদস্যদের বসবাস, শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে যারা সুন্নি ইসলাম মেনে চলেন।
হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে ইরনা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে হামলাকারীরা পাকিস্তানের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এর আগে ওই এলাকায় মাদক চোরাকারবারী চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু ও সুন্নি মুসলিম চরমপন্থি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১৬ সেপ্টেম্বর তেহরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে সিস্তান-বেলুচিস্তানের বিক্ষোভকারীরাও সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ করে আসছেন।
