হোম আন্তর্জাতিক ইরানে মেয়েদের স্কুলে ফের গ্যাস হামলা, হাসপাতালে শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক :

বিষপ্রয়োগে হত্যার চেষ্টার রেশ না কাটতেই এবার ইরানে স্কুলের মেয়েদের ওপর গ্যাস নিক্ষেপ করল দুর্বৃত্তরা। বুধবার (০১ মার্চ) দেশটির রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহরের ২৬টি স্কুলে নতুন করে মেয়েদের ওপর এ হামলা চালানো হয়। খবর এএফপির।

গত বছরের নভেম্বরে ইরানের কওম শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানিতে বিষ মেশোনোর খবর সম্প্রতি সামনে আসে। এতে বিষক্রিয়ায় অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হয় অনেক স্কুলছাত্রী। সম্প্রতি শিক্ষার্থীদের অভিভাবকেরা শহরের গভর্নরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়ার পরপরই জানাজানি হয় আন্তর্জাতিক মহলে।

এ ঘটনার রেশ না কাটতেই স্কুলে নতুন করে মেয়েদের বিষাক্ত গ্যাস প্রয়োগের বিষয়টি সামনে এল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার পাঁচটি শহরের ২৬টি স্কুলে নতুন করে মেয়েদের ওপর এ হামলা চালানো হয়। এতে, পেটে ব্যাথা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক স্কুল শিক্ষার্থী। তবে তাদের শরীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

এদিকে, রাসায়নিক সারে ব্যবহৃত হয় এমন নাইট্রোজেনের উপস্থিতি স্কুলগুলোতে শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তবে তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। এ ছাড়া এখনও এ হামলার কারণও জানাতে পারেনি।

এরইমধ্যে বিষক্রিয়ার ঘটনায় সরকারকে অভিযুক্ত করে ক্ষোভে ফুসে উঠেছেন দেশটির সাধারণ মানুষ। তবে দেশকে অস্থিতিশীল করতেই দুবৃর্ত্তরা এ কাজ করছে বলে দাবি সরকারের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন