হোম আন্তর্জাতিক ইরানে বাবা-ভাইসহ ১২ স্বজনকে গুলি করে হত্যা

ইরানে বাবা-ভাইসহ ১২ স্বজনকে গুলি করে হত্যা

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ৩০ বছর বয়সী এক যুবক বাবা ও ভাইসহ ১২ স্বজনকে গুলি করে হত্যা করেছে। দেশটির গণমাধ্যমের বরাতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির গণমাধ্যম বলছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটেছে। সেখানে কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করা হয়েছে। তবে ওই যুবকের পরিচয় জানানো হয়নি।

সংবাদমাধ্যম আরএফইআরএল বলছে, শনিবার ১২ জনকে হত্যার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। পরে কারমান প্রদেশের নিরাপত্তা বাহিনী ওই যুবককে গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

তবে ইরানে গণহত্যার এমন ঘটনা বিরল। দুই বছর আগে, পশ্চিম ইরানে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মচারী আত্মহত্যার আগে তিন জনকে গুলি করে হত্যা এবং পাঁচ জনকে আহত করেছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন